আসন পুনর্বহালের দাবিতে মোংলায় বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ০৩
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৩২

বাগেরহাটের মোংলায় চারটি আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নতুন করে হরতাল পালনের কর্মসূচি ঘোষণা দিয়েছেন সর্বদলীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা ও পৌর বিএনপি, জামায়াতসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার। তিনি বলেন, এটি কেবল একটি রাজনৈতিক ইস্যু নয় বরং বাগেরহাটবাসীর ন্যায্য দাবি। চারটি আসন পুনর্বহাল না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক কোহিনুর সরদার বলেন, বাগেরহাটবাসীর গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এক আসন কমিয়ে আনা অযৌক্তিক এবং মানুষের রাজনৈতিক প্রতিনিধিত্ব সংকুচিত করার অপচেষ্টা। চার আসন পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এসময় তিনি আগামীকাল সকাল থেকে নতুন করে হরতাল পালনের ঘোষণা দেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুক ইসলাম, ইমরান হোসেন, পৌর বিএনপি নেতা বাবলু, জামায়াত নেতা হোসেন, পৌর মহিলা দলের নেত্রী কমলা বেগমসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত