যশোরে প্রায় আড়াই বছর পর করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলার একটি হাসপাতালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৫৫ বছর বয়সি এক নারীর নমুনা পরীক্ষার পর জানা যায়, তিনি করোনায় আক্রান্ত।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঠান্ডা, কাশি, জ্বর নিয়ে ওই নারী দু'দিন আগে যশোরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করে ওই নারীর শরীরে বৃহস্পতিবার করোনাভাইরাস শনাক্ত হয়।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, জেনারেল হাসপাতালে গত মঙ্গলবার চারটি বেড নির্দিষ্ট করা হয়েছে সম্ভাব্য করোনা রোগীদের জন্য। যশোরের সরকারি হাসপাতালে এখনো করোনা পরীক্ষা করা যাচ্ছে না কিটের অভাবে।
এর আগে গত বুধবার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি এক সন্দেহভাজন রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু কিটের অভাবে তার করোনা পরীক্ষা করা সম্ভব হয়নি। ওই রোগী বৃহস্পতিবার হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে যান।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর যেসব এলাকায় করোনার প্রাদুর্ভাব দেখা দেয়, যশোর তার অন্যতম। মূলত বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিপুলসংখ্যক মানুষ বাংলাদেশ-ভারত যাতায়াতের কারণে সীমান্তবর্তী জেলাটিতে কোভিড-১৯-এর বিস্তার ঘটে। প্রাদুর্ভাব কমলেও ২০২২ সালের শেষদিক পর্যন্ত এ জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

