নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করলেন ব্যবসায়ী

উপজেলা প্রতিনিধি, কোটচাঁদপুর (ঝিনাইদহ)
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ২০
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ২০

নিজের লাইসেন্সকৃত বন্দুক দিকে আত্মহত্যা করেছেন কোটচাঁদপুর শহরের সলেমানপুর কারিগরপাড়ার কাপড় ব্যবসায়ী নজরুল ইসলাম নজু (৭৫)। তিনি মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলামের ছোট ভাই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নিজ বাড়িতে আত্মহননের পথ বেছে নেন তিনি।

নিহতের ছেলে ইয়াসিন আহমদ ফাইম জানান, ব্যাংকের মোটা অঙ্কের লোনের টাকা পরিশোধ করতে না পেরে তিনি বেশ কয়েক দিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন। তার মা ঘুমিয়ে থাকার সুযোগে পিতা (নজরুল ইসলাম) গভীর রাতে দুইতলা থেকে বন্দুক নিয়ে নিচের তলায় নেমে আসেন। সেখানে ফাঁকা ঘরে দোনলা বন্দুকের ব্যারেলের মাথা নিজের মুখের মধ্যে দিয়ে পায়ের আঙুল দিয়ে ট্রিগার চেপে ফায়ার করে দিয়ে আত্মহত্যা করে।

কোটচাঁদপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাসুম বিল্লাহ জানান, মুখের মধ্যে ফায়ার করে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে তদন্ত করলে সত্যতা বেরিয়ে আসবে।

তিনি বলেন, শুক্রবার সকালে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বন্দুক ও গুলি জব্দ করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত