মহেশপুর সীমান্ত দিয়ে চার বাংলাদেশি শিশুসহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার সকালে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফ তাদের আটক করে।
পরে দুপুরে দু’দেশের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। আটকদের মধ্যে দু’জন পুরুষ, একজন নারী ও এক শিশু রয়েছে।
বুধবার রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির সহকারী সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশের বাঘাডাঙ্গা সীমান্তের ওপারের ১৯৪ বিএসএফের জোড়পাড়া ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে চার বাংলাদেশিকে আটক করার পর ফেরত প্রদানের আহ্বান জানান। তাদের আহ্বানে সাড়া দিয়ে (বিএসটি) সীমান্ত ৬০/২৯ আর (পিলার) এর শূন্য লাইন বরাবর বিএসএফ-বিজিবি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে আটকদের পরিচয়পত্র যাচাই বাছাই শেষে ফেরৎ দেয় বিএসএফ।
উল্লিখিত ব্যক্তিদের নামে সাধারণ ডায়েরির মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

