কুষ্টিয়ায় ১১ দলীয় নির্বাচনি জনসভা শুরু হয়েছে। সোমবার সাড়ে ১০টায় জেলার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এ জনসভা শুরু হয়। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া- ২ আসনের প্রার্থী আব্দুল গফুর।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জমায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।
ইতিমধ্যে সমাবেশের বক্তব্য রেখেছেন ১১ দলীয় জোটের ফরিদ দল খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির সিরাজুল ইসলাম, জাগপার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেলসহ কুষ্টিয়ার চারটি আসনে জামায়াত প্রার্থীরা। এসময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দারসহ জেলা কমিটির নেতারা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, জনসভা উপলক্ষে সকাল নয়টার আগেই ফাদ স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

