আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাগেরহাটে জামায়াত আমিরের আগমন উপলক্ষে মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে জামায়াত আমিরের আগমন উপলক্ষে মতবিনিময় সভা

বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমানের বাগেরহাট আগমন ও জেলা জামায়াতের উদ্যোগে ২৭ জানুয়ারি আয়োজিত জনসভা উপলক্ষে সংবাদকর্মী ও গণমাধ্যম-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জানুয়ারি) সকালে বাগেরহাট জেলা জামায়াত ইসলামের কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক শেখ মো. ইউনুস, জামায়াত নেতা ইকবাল হোসাইন, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, দেশে ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। আসন্ন জনসভা জনগণের মধ্যে গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। তারা জনসভাটি সফল করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে জনসভায় সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য সদর থানার ওসি মাসুম খান ও জামাতের নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ জনসভায়স্থল পরিদর্শন করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...