আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রেললাইনের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধার খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

রেললাইনের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধার খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা রেলস্টেশনের অদূরে পাসপোকট নামক স্থান থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার দুপুরে জিআরপি পুলিশ লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলস্টেশনে নিয়ে আসে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই জগদীশ জানান, সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খণ্ড-বিখণ্ড অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়। বৃদ্ধ ওই নারীর বয়স আনুমানিক ৭০ বছর। এক হাতে চুড়ি পরা অবস্থায় পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কেটে ওই নারীর শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কখন বা কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা স্থানীয়রা কেউ বলতে পারেনি।

এ ঘটনায় লাশের পরিচয় নিশ্চিত করতে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা তদন্ত শুরু করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...