আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

উপজেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট)

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রামপাল এলাকায় সড়ক দুর্ঘটনা । ছবি : আমার দেশ

রামপালের মোংলা-খুলনা মহাসড়কের ফয়লাহাট খান জাহান আলী বিমানবন্দরের পশ্চিম পাশে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, খুলনা-মোংলা মহাসড়কে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা রামপাল-ফকিরহাটগামী আলমসাধুর মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তি হলেন বাগেরহাট জেলার ফকিরহাট থানার ১ নম্বর বালিয়াডাঙ্গার শাহ আলম হাওলাদার (৪২)।

দুর্ঘটনার সংবাদ পেয়ে কাটাখালী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কাটাখালী হাইওয়ে থানার পুলিশ জানায়, নিহত শাহ আলম হাওলাদার ফকিরহাট থেকে রামপালে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই শাহ আলম হাওলাদার নিহত হন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন