আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পতাকা বৈঠকে ফেরত যুবক, সীমান্তে আটক আরও ছয়জন

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

পতাকা বৈঠকে ফেরত যুবক, সীমান্তে আটক আরও ছয়জন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে এক বাংলাদেশি যুবককে বিএসএফের কাছ থেকে ফেরত আনার পাশাপাশি আরও ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভারতের জোড়পাড়া বিএসএফ ক্যাম্প জানায়, বাংলাদেশের মাদারীপুর জেলার রুপচান খান (২৫) অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় আটক হন। পরে বিকাল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে পলিয়ানপুর বিওপি-৬০/৩১ আর সীমান্ত পিলারের শূন্যরেখায় তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তাকে মামলার মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে একই দিন বিকাল ৫টার দিকে মহেশপুরের বাঘাডাংগা সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় আরও ছয়জন বাংলাদেশিকে আটক করে বিজিবি। তাদের মধ্যে রয়েছেন দুই পুরুষ, এক নারী এবং তিন শিশু। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।

তাদের সবাইকে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন