শালিখায় রড দিয়ে আঘাত করে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

উপজেলা প্রতিনিধি, শালিখা (মাগুরা)
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৪: ৫০

মাগুরার শালিখা উপজেলায় হরিশপুর গ্রামে ঘর থেকে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গ্রামের মিজানুর মোল্যার স্ত্রী সোনালী বেগমের (৪০) লাশ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহতের প্রতিবেশী জুয়েল হাসান জানান, ভোরে আমার কাকা মিজানুরকে দেখি বাড়ির সিঁড়িতে বসে আছে। কাকা ঘরে ঢুকবে কিন্তু কাকি (সোনালী) ঘর খুলছে না। আমি কাজে চলে যাচ্ছিলাম। বাড়ি থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত গেলে চিল্লাচিল্লি শুনে বাড়িতে ফিরে আশি। তখন সোনালী বেগমের মেয়ে মদিনা খাতুন জানায়, আব্বা মাকে মেরে ফেলেছে। আব্বা ঢাকায় রডের কাজ করে। আজ সকালে বাড়ি এসে মায়ের মাথায় রড দিয়ে আঘাত করে। এতে মা মারা যায়।

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া জানান, পারিবারিক কলহের জেরে মিজানুর মোল্যা শিশুসন্তান মদিনার সামনে সোনালী বেগমকে রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত