খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৪: ২০

ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় প্রায় সাড়ে চার ঘণ্টা পর সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জাকির হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সোমবার রাত ১২টা ৫০ মিনিটে খুলনা-ঢাকা রুটে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায় স্টেশন থেকে। এদিন রাত ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানার আফিল গেটে সংঘর্ষের পর থেকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান বলেন, রাত ৮ টার দিকে ডাউন মহানন্দ ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময়ে একটি ট্রাক ট্রেন লাইনের ওপর উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। গেটম্যান ওহেদুল পলাতক রয়েছে।

খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, আফিল গেট বাইপাস সড়ক রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে ট্রাকটির ষ্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময়ে খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায় এবং ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন। একজন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত