চুয়াডাঙ্গায় নির্বাচনি জনসভায় উপস্থিত থাকবেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। আমিরের আগমন উপলক্ষে চুয়াডাঙ্গায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলছে প্রচার প্রচারণাও। আগামীকাল টাউন মাঠে বেলা দুইটায় জেলা জামায়াতের আয়োজনে ও ১০ দলের সমর্থনে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে।
নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ড. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন।
এছাড়াও বক্তব্য রাখবেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ও( আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদরের আংশিক) সংসদ সদস্য প্রার্থী মাসুদ পারভেজ রাসেল ও আব্দুল কাদের, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ ও উপজেলা নেতৃবৃন্দ।
জেলার বিভিন্ন স্তরের নেতারা পরিদর্শন করছেন মঞ্চস্থল। নির্বাচনি জনসভায় উপস্থিত থাকবেন জেলার বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ।
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল জানান, কেন্দ্রীয় আমির চুয়াডাঙ্গাতে নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করবেন। দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে উৎসব বিরাজ করছে। চুয়াডাঙ্গার মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসছেন তিনি। জেলার উন্নয়নে ভূমিকা রাখার নানা প্রতিশ্রুতি দিবেন। অবহেলিত জেলাকে এগিয়ে নিতে সমান গুরুত্ব দিয়ে কাজ করার সুযোগ করে দেবেন। জনসভার সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। জেলা জুড়ে চলছে প্রচার প্রচারণা। সব শ্রেণী পেশার মানুষ এই জনসভায় উপস্থিত থাকবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

