মহম্মদপুরে গরু ব্যবসায়ীকে মারধর, সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই

উপজেলা প্রতিনিধি, মহম্মদপুর (মাগুরা)
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১১: ২৭
আপডেট : ২১ জুন ২০২৫, ১৪: ৪২

মাগুরার মহম্মদপুরে জয়নাল শেখ (৪০) নামের এক গরু ব্যবসায়ীকে মারধর করে চার লাখ পঁয়ষাট্টি হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের সদরের মুরাইল পশ্চিম খণ্ড গ্রামের কচাতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। জয়নাল শেখ ওই গ্রামের মৃত আতিয়ার শেখের ছেলে।

আহত জয়নাল শেখ বলেন, শুক্রবার নড়াইলের মাইজপাড়া হাটে গরু বিক্রি করতে গিয়েছিলাম। গরু বিক্রি শেষ বাড়ির উদ্দেশে রওনা হলে মুরাইল কচাতলায় মৃত মধু মোল্যার ছেলে আতাউর, আব্দুর রউফ ও মৃত মোসলেম মোল্যার ছেলে বাবু মোল্যা নেতৃত্বে কয়েকজন হামলা চালায়। এ সময় তাকে মারধর করে টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিনি আরো জানান, হামলাকারীদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জেরে তাকে হামলা করেন এবং তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন জানান, জয়নাল শেখ একজন গরু ব্যবসায়ী। তার কাছে টাকার ব্যাগ ছিল। তাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান আমার দেশকে জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত