তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদ

উপজেলা প্রতিনিধি, কয়রা (খুলনা)
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ২০: ৫০
তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদ ও দায়ী ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে খুলনার কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে।

রোববার বিকেলে মহারাজপুর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম।

বিজ্ঞাপন

এ সময় তারা কয়রার ৪ নম্বর মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের শাস্তির দাবি করেন।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, শরিফুল ইসলাম, গোলাম রসুল, আরিফ বিল্লাহ সবুজ প্রমুখ। মানববন্ধনে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, সেচ্ছাসেবক সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত