আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যশোর আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

স্টাফ রিপোর্টার, যশোর
যশোর আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

যশোর জেলা ও দায়রা জজ আদালতে পুলিশের হেফাজতে থাকা হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছে। রোববার বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পলাতক জুয়েল খান (২৬) মাগুরা জেলার শালিখা উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা। সে যশোরের বাঘারপাড়া থানার একটি হত্যা মামলার আসামি।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মামলার আসামি জুয়েল ও হারুনুর রশিদকে রোববার জেলা ও দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে হাজির করা হয়। সেখানে শুনানি শেষে দ্বিতীয় তলা থেকে সিঁড়ি দিয়ে নিচতলার হাজতখানায় আনার সময় হ্যান্ডকাফ ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যায় জুয়েল। ওই দুই আসামিকে হাজতখানায় আনছিলেন পুলিশ কনস্টেবল সোনালি আক্তার। তিনি পলায়নপর জুয়েলকে আটকাতে পারেননি। পরে অন্য আসামি হারুনুর রশিদকে হাজতখানায় রেখে কোর্ট ইন্সপেক্টরের মাধ্যমে ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

এদিকে একজন নারী কনস্টেবলকে কেন হত্যা মামলার দুই আসামিকে হাজতখানায় নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তবে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী জানান, ঘটনা তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারের নেতৃত্বাধীন ওই কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জুয়েল ২০২১ সালের ৯ ডিসেম্বর আল আমিন নামে এক চালকের ইজিবাইক ভাড়া করে যশোরের বাঘারপাড়া উপজেলার বুধোপুর গ্রামে নিয়ে যায়। সেখানে চালককে হত্যা করে এবং ইজিবাইক নিয়ে সে ও তার সহযোগীরা পালিয়ে যায়।

মামলার তদন্তে র‌্যাব-৬ খুলনার একটি বিশেষ দল জুয়েলসহ চারজনকে ওই বছরের ১৫ ডিসেম্বর গ্রেপ্তার করে। তারা হত্যার ঘটনা স্বীকার করে এবং তাদের কাছ থেকে আল-আমিনের ইজিবাইকের ব্যাটারি, চাকা ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এরপর থেকে জুয়েল যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন