আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চুয়াডাঙ্গায় হারানো ৩২টি মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় হারানো ৩২টি মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশ
অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল হস্তান্তর করছেন পুলিশ সুপার

চুয়াডাঙ্গায় বিভিন্ন সময়ে হারানো ৩২টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।

বিজ্ঞাপন

একই সঙ্গে ৭ জুলাই সকাল ১১টায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রতারণা করে নেয়া ১ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করে সংশ্লিষ্টদের বুঝিয়ে দেয়া হয় ।

হারানো ফোন, বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেয়া অর্থ ফেরত পেয়ে খুব খুশি হন সংশ্লিষ্টরা। তারা মোবাইল ফোন ও টাকা ফেরত পেয়ে পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।

এ ‍উপলক্ষে এক অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “প্রযুক্তির অপব্যবহার করে যারা সাধারণ মানুষের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

চুয়াডাঙ্গা জেলা পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছেছে। পুলিশ সুপার ভুক্তভোগীদের ধৈর্য ও সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও যে কোনো অপরাধের বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (ক্রাইম অ্যান্ড অপস), মোহাম্মদ আনিসুল ইসলাম, সাইবার ক্রাইম ইনচার্জ, ইনভেস্টিগেশন সেল, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার মশিয়ার রহমান ও চুয়াডাঙ্গাসহ সাইবার ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গায় কর্মরত অফিসাররা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন