ঝিনাইদহে অর্ধগলিত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৩৩

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মদনডাঙ্গা সতেরো মাইল এলাকার কানাপুকুর নামক স্থান থেকে অর্ধগলিত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মসিউল আলম রজু (৭৫)। তিনি একই উপজেলার পদমদী গ্রামের বাসিন্দা।

রজুর ভাতিজা সুমন আহমেদ জানান, গত ৪ সেপ্টেম্বর বিকেল থেকে তার চাচা নিখোঁজ ছিল। সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। শনিবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশের একটি পুকুরে চাচার লাশ ভাসতে দেখে গ্রামবাসী। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

শৈলকূপা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এই তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত