খুলনা ব্যুরো
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বর্তমান প্রশাসনিক শূন্যতা দ্রুত পূরণ করে বেতন-ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। একইসঙ্গে সব ধরনের অচলাবস্থা নিরসনে তিন দফা দাবি উপস্থাপন করেছে অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মকর্তা ও কর্মচারী সমিতি।
রোববার ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মঈনুল হকের সভাপতিত্বে এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী বাদশা হারুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার শেখ আবু হায়াত, কর্মকর্তা সমিতির সভাপতি মো. রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক আহসান হাবিব, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক হাসিব সরদার প্রমুখ।
মঈনুল হক বলেন, 'অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে সৎ, যোগ্য, দক্ষ ও কুয়েটবান্ধব উপাচার্য নিয়োগ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বন্ধ থাকা বেতন ও ঈদ বোনাস দ্রুত প্রদান, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম সচল করার তিন দফা দাবি দ্রুত পূরণ করতে হবে।'
মানববন্ধনে বক্তারা বলেন, 'আমরা গভীর সংকট ও চরম হতাশায় ডুবে রয়েছি। কুয়েটের মতো একটি জাতীয় গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে উপাচার্য নিয়োগ না দেওয়ায় কার্যত অভিভাবকশূন্য হয়ে পড়েছে। এ কারণে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে; এমনকি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-বোনাস পর্যন্ত বন্ধ হয়ে গেছে।
এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি প্রথম। পবিত্র ঈদুল আজহা আসন্ন, অথচ এ প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১১০০ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বেতন-ভাতা না দেওয়ায় আমাদের পরিবার হতাশায় দিন কাটাচ্ছে।'
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বর্তমান প্রশাসনিক শূন্যতা দ্রুত পূরণ করে বেতন-ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। একইসঙ্গে সব ধরনের অচলাবস্থা নিরসনে তিন দফা দাবি উপস্থাপন করেছে অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মকর্তা ও কর্মচারী সমিতি।
রোববার ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মঈনুল হকের সভাপতিত্বে এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী বাদশা হারুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার শেখ আবু হায়াত, কর্মকর্তা সমিতির সভাপতি মো. রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক আহসান হাবিব, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক হাসিব সরদার প্রমুখ।
মঈনুল হক বলেন, 'অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে সৎ, যোগ্য, দক্ষ ও কুয়েটবান্ধব উপাচার্য নিয়োগ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বন্ধ থাকা বেতন ও ঈদ বোনাস দ্রুত প্রদান, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম সচল করার তিন দফা দাবি দ্রুত পূরণ করতে হবে।'
মানববন্ধনে বক্তারা বলেন, 'আমরা গভীর সংকট ও চরম হতাশায় ডুবে রয়েছি। কুয়েটের মতো একটি জাতীয় গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে উপাচার্য নিয়োগ না দেওয়ায় কার্যত অভিভাবকশূন্য হয়ে পড়েছে। এ কারণে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে; এমনকি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-বোনাস পর্যন্ত বন্ধ হয়ে গেছে।
এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি প্রথম। পবিত্র ঈদুল আজহা আসন্ন, অথচ এ প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১১০০ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বেতন-ভাতা না দেওয়ায় আমাদের পরিবার হতাশায় দিন কাটাচ্ছে।'
বগুড়ার শেরপুরের পল্লীতে মুক্তা খাতুনের (১৯) নামের এক গৃহবধুর লাশ রেখে স্বামীসহ পরিবারের সবাই বাড়ি থেকে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৮টায় উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে এই ঘটনা ঘটে। মুক্তা লাঙ্গল মোড়া গ্রামের বুলু মিয়ার মেয়ে ও ইয়াসিন আলীর স্ত্রী।
৭ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে ৬ হাজার ইয়াবা বড়িসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রির কথা পুলিশের কাছে স্বীকার করেছেন তারা।
১০ মিনিট আগেটঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকাবস্থায় হারুন অর রশিদকে গত ১৮ অক্টোবর (শনিবার) গভর্নিং বডির মাসিক সভা ডাকার নির্দেশ দেওয়া হলে তিনি রহস্যজনক কারণে সভা ডাকেননি। এছাড়াও ১৯ অক্টোবর (রোববার) ফের স্কুলে মিটিং ডাকার জন্য বলা হলে মিটিং ডাকবেন বলে জানান
১৮ মিনিট আগেইলিশ মাছ বিতরণের রেশ কাটতে না কাটতেই এবার গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন ফরিদপুর- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা রায়হান জামিল। আগামী ৩০ অক্টোবর ১ টাকা কেজিতে ভাঙ্গা উপজেলার ১০০ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে তিনি মাংস বিতরণের এ ঘোষণা দিয়েছেন।
৩১ মিনিট আগে