বেতন-বোনাসসহ তিন দাবিতে কুয়েটে কর্মচারীদের মানববন্ধন

খুলনা ব্যুরো
প্রকাশ : ০১ জুন ২০২৫, ২০: ৪৯

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বর্তমান প্রশাসনিক শূন্যতা দ্রুত পূরণ করে বেতন-ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। একইসঙ্গে সব ধরনের অচলাবস্থা নিরসনে তিন দফা দাবি উপস্থাপন করেছে অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মকর্তা ও কর্মচারী সমিতি।

রোববার ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মঈনুল হকের সভাপতিত্বে এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী বাদশা হারুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার শেখ আবু হায়াত, কর্মকর্তা সমিতির সভাপতি মো. রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক আহসান হাবিব, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক হাসিব সরদার প্রমুখ।

মঈনুল হক বলেন, 'অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে সৎ, যোগ্য, দক্ষ ও কুয়েটবান্ধব উপাচার্য নিয়োগ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বন্ধ থাকা বেতন ও ঈদ বোনাস দ্রুত প্রদান, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম সচল করার তিন দফা দাবি দ্রুত পূরণ করতে হবে।'

মানববন্ধনে বক্তারা বলেন, 'আমরা গভীর সংকট ও চরম হতাশায় ডুবে রয়েছি। কুয়েটের মতো একটি জাতীয় গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে উপাচার্য নিয়োগ না দেওয়ায় কার্যত অভিভাবকশূন্য হয়ে পড়েছে। এ কারণে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে; এমনকি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-বোনাস পর্যন্ত বন্ধ হয়ে গেছে।

এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি প্রথম। পবিত্র ঈদুল আজহা আসন্ন, অথচ এ প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১১০০ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বেতন-ভাতা না দেওয়ায় আমাদের পরিবার হতাশায় দিন কাটাচ্ছে।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত