মোরেলগঞ্জে উচ্চ মাধ্যমিকের কেন্দ্র সচিবকে অব্যাহতি

উপজেলা প্রতিনিধি, মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১১: ৩০
সিরাজ মেমোরিয়াল কলেজ

চলতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ কেন্দ্র সচিব কলেজ অধ্যক্ষ মো. জামাল হোসেনকে সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

দায়িত্বে অবহেলার কারণে বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন দাপ্তরিক এক আদেশে মোরেলগঞ্জ-২৩৬ কেন্দ্রের দায়িত্ব থেকে সচিবকে অব্যাহতি প্রদান করেন। একই আদেশে ওই কেন্দ্রের পরবর্তী সকল পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব পালনের জন্য প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কোনো শিক্ষককে দায়িত্ব প্রদানের জন্য নির্দেশনা দিয়েছেন তিনি।

জানা গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ৭ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত কলেজ অধ্যক্ষ তথা কেন্দ্র সচিব মো. জামাল হোসেন ১০ দিনের ছুটি নিয়েছেন। তার ছুটিকালীন সময়ে অধ্যক্ষের রুটিন দায়িত্ব পালনের জন্য জ্যেষ্ঠ শিক্ষক মো. ছবীর আহমেদকে দায়িত্ব প্রদান করেছেন। কিন্তু কেন্দ্র সচিবের দায়িত্ব কে পালন করবেন তা নির্ধারণ না করায় পরীক্ষা নিয়ন্ত্রক কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অধ্যক্ষ মো. জামাল হোসেনকে অব্যাহতি দেন।

কেন্দ্র সচিবের অনুপস্থিতিতে ইতোমধ্যে গত ৭ জুলাই সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ কেন্দ্রে একটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার) ১০ জুলাইয়ের পরীক্ষা ও কেন্দ্র সচিবের অনুপস্থিতিতে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রটিতে মোট ২৫৩ জন পরীক্ষার্থী রয়েছেন।

এ বিষয়ে অধ্যক্ষ মো. জামাল হোসেন মোবাইল ফোনে বলেন, ‘আমি কলেজের রুটিন দায়িত্বসহ সকল দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক জ্যেষ্ঠ শিক্ষক মো. ছবীর আহমেদকে দিয়ে প্রতিষ্ঠানের একটি টিম নিয়ে জরুরি দাপ্তরিক কাজে ঢাকায় আছি। আজ শুনলাম আমাকে সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে’।

কেন্দ্র সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, দায়িত্বে অবহেলার জন্য কেন্দ্র সচিবকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এক আদেশে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার খবর সঠিক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত