আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার সকালে ঝিনাইদহ শহরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ. মজিদ, ঢাকাস্থ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাংবাদিক বিমল সাহা, সাবেক সভাপতি এম. সাইফুল মাবুদ, এম. রায়হান, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম.এ. কবিরসহ অনেকে।

অ্যাটর্নি জেনারেল আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনের যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত ছিলেন, সরকার তাদের অপরাধ বিবেচনায় সিদ্ধান্ত নেবে।

বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন বিষয়টি সম্পর্কে সজাগ রয়েছে এবং তারাই নির্বাচন সামনে রেখে নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবেন বলে তিনি বিশ্বাস করেন।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ যখনই কোনো ফ্যাসিস্ট শাসকের কারণে নিরাপত্তাহীন বোধ করে, তখনই তারা রাষ্ট্রের কাঠামো বদলে দেয়। তারা ফ্যাসিবাদকে প্রতিহত করে দেশের জন্য জীবন বিলিয়ে দিতে দ্বিধা করে না।’

অনুষ্ঠান শেষে বিকেলে ঝিনাইদহের পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষাবিদদের নিয়ে ‘উন্নয়ন ভাবনা: প্রেক্ষিত ঝিনাইদহ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন