হাসিনার সেই দুই সহযোগীর বিরুদ্ধে যশোরে মামলা

স্টাফ রিপোর্টার, যশোর
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৮: ৫৩
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৯: ০৫

যশোরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই সহযোগী, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতা মো. এনামুল হক ও মো. রুবেল হোসেনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।

যশোর সদরের ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার (৯ আগস্ট, ২০২৫) কোতোয়ালি থানায় মামলাটি করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের এক সম্মেলন থেকে এই দুজনকে হেফাজতে নেয় ডিবি পুলিশ। এনামুল হক পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি এবং রুবেল হোসেন সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, তারা দুজনই রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি মামলারও আসামি, যার প্রধান আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও ওই মামলার আসামির তালিকায় সাবেক সরকারের কয়েকজন মন্ত্রী, সাবেক পুলিশ ও সামরিক কর্মকর্তাসহ আরও অনেকে রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় আরেকটি মামলা রয়েছে, যেখানে তারা জামিনে আছেন। যশোর কোতোয়ালি থানা পুলিশ তাদের বিরুদ্ধে অন্য কোনো থানায় মামলা আছে কি না, তা খতিয়ে দেখছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত