আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুন্দরবনে বাঘের ধাওয়ায় নদী পেরিয়ে লোকালয়ে হরিণ

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সুন্দরবনে বাঘের ধাওয়ায় নদী পেরিয়ে লোকালয়ে হরিণ

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বাঘের ধাওয়া খেয়ে একটি চিত্রা হরিণ লোকালয়ে প্রবেশ করেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন এলাকা সংলগ্ন খোলপেটুয়া নদী সাঁতরে হরিণটি লোকালয়ে উঠে আসে। মুহূর্তেই স্থানীয়দের নজরে পড়ে ঘটনাটি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, নদীর পাড়ে মানুষের ভিড় বাড়তে থাকলে হরিণটি আতঙ্কিত হয়ে এদিক–ওদিক দৌড়াতে থাকে। পরে তারা প্রাণীটিকে ঘিরে ধরে বন বিভাগে খবর দেন।

বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ক্ষুধার্ত বাঘের তাড়া খেয়ে প্রায়ই হরিণ নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। উদ্ধার করা চিত্রা হরিণটি প্রাথমিক পর্যবেক্ষণের পর সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় অবমুক্ত করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সুন্দরবনের বন্যপ্রাণী সুরক্ষা ও দ্রুত রেসকিউ নিশ্চিত করতে বন বিভাগের আরও কার্যকর ব্যবস্থা প্রয়োজন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন