আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত, খুলনার সাথে রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত, খুলনার সাথে রেল যোগাযোগ বন্ধ
ট্রেন লাইন চ্যুত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের নিকটে একটি মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়েছে। খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে উথলী রেলস্টেশনের আপ পয়েন্টে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

উথলী স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, খুলনার মোংলা থেকে সিরাজগঞ্জগামী মালবাহী ট্রেনটি উথলী রেলস্টেশনের দাঁড়িয়েছিল। রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন পার করে দেওয়ার পর মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি ছাড়ার পর স্টেশনের আপ পয়েন্টের কাছে মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়। বিষয়টি পাকশী বিভাগীয় কার্যালয়কে জানানো হয়েছে। ইতোমধ্যে ঈশ্বরদী রেলস্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। লাইনচ্যুত গার্ডব্রেকটি উদ্ধার না হওয়া পর্যন্ত এই রুটে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন