মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসার পথে নারী-পুরুষ ও শিশুসহ ৭ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের শ্রীনাথপুর সীমান্তে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, মেহেরপুর সদরের বুড়িপোতা গ্রামের নাসির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন(৩৩), যশোর জেলার ঝিকরগাছা শিয়ালঘোনা গ্রামের বিরেন কুমারের ছেলে অমিত কুমার(৩৫), নড়াইল জেলার কালিয়া পোড়লী গ্রামের জালাল শেখের ছেলে আজিম শেখ (২৭), রাজবাড়ি জেলার গোয়ালন্দ মাক্কনরায়েরপাড়া গ্রামের সাগর সরদারের ছেলে শাহরিয়ার আসফাত (২৫)এবং ঢাকা জেলার সবুজবাগ মানিকনগর এলাকার হোসেন মোড়লের ছেলে মো. নাজির (৩৪)।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, শ্রীনাথপুর বিওপির সীমান্ত পিলার ৬০/১৫২আর থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে বিজিবি। তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসে। তাদের মধ্যে পুরুষ-৫,নারী-১ এবং শিশু-১ রয়েছে। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

