আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদারীপুরে খালেদা জিয়ার স্মরণে মিলাদ মাহফিল

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

মাদারীপুরে খালেদা জিয়ার স্মরণে মিলাদ মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাদারীপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ডিসি ব্রিজ এলাকায় বিএনপির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা প্রয়াত দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং শোক প্রকাশ করেন।

এ সময় মাদারীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্য তোফাজ্জেল হোসেন সান্টু খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন