চুয়াডাঙ্গায় শীতে জনজীবন বিপর্যস্ত। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। আজ সোমবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
গতকাল রোববার জেলার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, গত শুক্রবার জেলার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, শনিবার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত তিন দিনে তাপমাত্রা ৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে। গতকাল রোববার সকাল ৮টার দিকে সূর্য উকি দিলেও ছিল না উত্তাপ। এর মধ্যেই উত্তরের শীতল বাতাস শীত বাড়িয়েছে দ্বিগুণ মাত্রায়।
মাঠে কাজ করতে যাওয়া কৃষিশ্রমিক চয়ন বলেন, ভোরে মাঠে নামতে খুব কষ্ট হচ্ছে। ঠান্ডায় হাত ঠিকমতো চলে না। বাতাস থাকায় শীত আরো বেশি লাগছে। তারপর কাজ না করলে চলে না। আরেক দিনমজুর তুহিন বলেন, সকালবেলা এত ঘন কুয়াশা থাকে যে কিছুই দেখা যায় না। তবু কাজের সন্ধানে বের হতে হচ্ছে। কনকনে ঠান্ডায় কাজ করতে কষ্ট হয়। দরিদ্র ও ছিন্নমূল মানুষের শীতের পোশাক না থাকায় অনেক সময় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায় তাদের।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ ১২ জানুয়ারি সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। এর ৩ ঘণ্টা আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

