আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দর্শনায় ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
দর্শনায় ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলস্টেশনে স্টপেজের দাবিতে ঢাকা ও খুলনাগামী দুটি আন্তঃনগর ট্রেন আটকে রেখে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এতে দুঘণ্টা ধরে রেল যোগাযোগ বন্ধ থাকে এবং ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

বিজ্ঞাপন

আন্দোলনকারীদের দাবি, ঢাকা-খুলনার মধ্যে চলাচলকারী ট্রেনগুলো দিনের বেলায় দর্শনায় থামলেও রাতের বেলায় সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস থামে না। এতে করে রাতের যাতায়াতে স্থানীয় বাসিন্দারা বিশেষভাবে বিপাকে পড়ছেন। দীর্ঘদিন ধরে দাবির পরও কোনো স্থায়ী সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে এই কর্মসূচি নিতে হয়েছে বলে জানান তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র ও ওসি শহীদ তিতুমীর। তবে আন্দোলনকারীরা তাদের আশ্বাস প্রত্যাখ্যান করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ৭ দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।

চুয়াডাঙ্গা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তানভীর অনিক বলেন, দর্শনা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে আন্তর্জাতিক চেকপোস্ট, রেলবন্দর, চিনি শিল্পসহ নানা স্থাপনা রয়েছে। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। অথচ রাতের ট্রেনগুলো না থামায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। দাবি মানা না হলে আগামীতে আমরা আমরণ অনশনে যাব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন