পূর্বধলায় একদিনে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৩: ১৪

নেত্রকোণার পূর্বধলায় একদিনে দুই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পৃথক দুই গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, উপজেলার আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামের মৃত রায় চরণ বিশ্বাসের ছেলে জয় চরণ বিশ্বাস (৭৩), নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানী গ্রামের আবুল হোসেনের ছেলে বোরহান উদ্দিন ওরফে বিল্লাল (১৮)।

বিজ্ঞাপন

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, হাটধলা গ্রামের জয় চরণ বিশ্বাস। স্বামী-স্ত্রীর সংসারে এক ছেলে ঢাকায় থাকেন আর এক মেয়ে তাকেও বিয়ে দিয়েছেন। গত ৪/৫ বছর আগে তার মেয়ের টাকায় এলাকায় ৬৫ হাজার টাকার জমি বন্দক রাখেন জয় চরণ। এক সপ্তাহ আগে জমির মালিক বন্দকী টাকা দিয়ে যান। আর ওই টাকা তিনি তার ঘরে ট্রাঙ্কের ভিতর রাখেন। মঙ্গলবার দুপুরে দেখতে পান ঘর থেকে ট্রাঙ্কের তালা ভেঙ্গে কে বা কারা ৬৫ হাজার টাকা নিয়ে গেছে। এ শোক সইতে না পেরে মঙ্গলবার দিবাগত রাতে জয় চরণ পাশের বাড়ির পিন্টু চন্দ্র দাসের বারান্দার গ্রিলের বাইরে লোহার অ্যাঙ্গেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

অপরদিকে জাওয়ানী গ্রামের বোরহান উদ্দিন ওরফে বিল্লাল ট্রাকের হেলপার। মঙ্গলবার দিবাগত রাতে তিনি তার পরিবারের সাথে রাতের খাবার খেয়ে সবার অজান্তে স্থানীয় আসাদুজ্জামান তালুকদারের পুকুর পাড়ে একটি জাম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন প্রকৃত কারণ জানা যায়নি।

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে জানান, লাশ দুইটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত