বিনামূল্যে নলকূপ পেয়ে খুশি ১৫ হতদরিদ্র

উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৪: ২৯
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৭: ৫৯

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিনা মূল্যে নলকূপ পেয়ে হাসি ফুটেছে ১৫ অসচ্ছল হতদরিদ্রের মুখে। সোমবার দুপুরে (২৮ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে এসব নলকূপ বিতরণ করা হয়। ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ-এর পক্ষ থেকে এসব নলকূপ দেয়া হয়।

বিজ্ঞাপন

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে নলকূপ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন বিভিন্ন এলাকা থেকে আগত ১৫ জন অসচ্ছল নারী-পুরুষ। বিশুদ্ধ পানির সুবিধার্থে বিনা মূল্যে এসব নলকূপ পেয়ে খুশি হয়েছেন তারা।

নলকূপ নিতে আসা সোহেল মিয়া বলেন, বছরের একটা মৌসুমে খাবার পানির তীব্র সংকট থাকে। টাকার অভাবে এতদিন নলকূপ স্থাপন করতে পারছিলাম না। আরেক বাড়ি থেকে খাবার পানি আনতে হতো। বিনা মূল্যে নলকূপ পাওয়ায় আমাদের দুর্ভোগ কমলো।

নলকূপ পেয়ে আছমা খাতুন বলেন, বিনা মূল্যে নলকূপটি পাওয়ায় আমাদের অনেক উপকার হলো। আমরা এই সংস্থার জন্য দোয়া করি।

তারাকান্দি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রভাষক শফিকুল ইসলাম রুহানীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান, ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ সংস্থার সমন্বয়ক মো. নজরুল ইসলাম প্রমুখ।

পাকুন্দিয়ার ইউএনও মো. বিল্লাল হোসেন বলেন, প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষের জন্য এই সংস্থার সেবামূলক কার্যক্রম প্রশংসনীয়। সবার উচিত নিজ অবস্থান থেকে মানুষের জন্য কিছু করা। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা এবং ধনাঢ্যরা এগিয়ে এলে সমাজ আরো বেশি উপকৃত হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত