আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মদন প্রেসক্লাবে আপসহীন নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

মদন প্রেসক্লাবে আপসহীন নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

নেত্রকোণায় মদন প্রেসক্লাবের উদ্যোগে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আসর নামাজের পর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন শাহী মসজিদের ইমাম মাওলানা তানফিজ।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি আল মাহবুব আলম, সহ-সভাপতি শামসুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, অর্থ সম্পাদক নূরুল হক নুর, শিক্ষা-সাহিত্য ও প্রচার সম্পাদক নিজাম উদ্দিন তালুকদার ও সদস্য তোফাজ্জল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মতিউর রহমান, প্রেসক্লাব সাবেক সভাপতি আল আমীন তালুকদার, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল, জাকির আহমেদ চৌধুরী, আলী আজগর পনির, আঙ্গুর রহমান ভূঁইয়া ও উপজেলা যুবদল নেতা কে জামান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন