পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, নিখোঁজ ১

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৯: ৫৭

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের ধাওয়া খেয়ে এবং গ্রেপ্তারের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে জসিম উদ্দিন মণ্ডল (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার মশাখালী মুখী ব্রীজ ঘাট সংলগ্ন সুতিয়া নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পাগলা থানার পুলিশ দল মশাখালী ইউনিয়নের মুখী নদীরপাড় সূত্রধর বাড়ির শারদীয়া দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়েছিল। এ সময় পুলিশকে দেখে মুখী গ্রামের জসিম উদ্দিন মণ্ডল এবং ফাহিম মিয়া দৌড়ে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেন। ফাহিম সাঁতরে তীরে উঠতে পারলেও জসিম পানিতে ডুবে নিখোঁজ হন।

বিজ্ঞাপন

ভালুকা ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ জসিম উদ্দিন মণ্ডলের মরদেহ উদ্ধারে ডুবুরি দল চেষ্টা চালাচ্ছে।’ রাত পৌনে ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলমের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত