আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ)
তপ্ত দুপুরে সূর্যের আলো তরমুজ ক্ষেতে পড়ে চিকচিক করছে। তরমুজের দিকে তাকাতেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ক্ষেতজুড়ে বাঁশের তৈরি মাচা। সেসব মাচায় ঝুলে আছে ‘‘আস্থা ও সূর্যডিম” জাতের তরমুজ। একটি-দুটি নয়, শত শত তরমুজ।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের খালেদ হাসান দিপুর তরমুজ ক্ষেতের দৃশ্য এখন এমনটাই। তিনি তার নিজ জমিতে কৃষি বিভাগের পরামর্শে প্রথমবার তরমুজ চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।
তরমুজ দেখতে যেমন সুন্দর তেমনি শরীরের পুষ্টি জোগাতেও সাহায্য করে। গরমের সময় প্রায় সকলেই তরমুজ খেয়ে থাকেন। এছাড়াও তরমুজ শ্বাসকষ্টজনিত সমস্যায় কার্যকর ওষুধ হিসেবে কাজ করে, কিডনি সুস্থ রাখতে সহায়তা করে, হার্ট সুস্থ রাখাসহ তরমুজের রয়েছে অনেক গুণ। এ তরমুজ চাষ করে সফল হয়েছেন খালেদ হাসান দিপু। মাচায় ঝুলছে তাঁর চাষ করা দৃষ্টি নন্দন তরমুজ। এই তরমুজ স্বাদে মিষ্টি ও সুস্বাদু।
বড়াইল গ্রামে গিয়ে দেখা যায়, সরাসরি খেত থেকে তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন কয়েকজন। একজন গাছ থেকে তরমুজ ছিঁড়ে দিচ্ছেন তাদের। খেতের মাচায় ঝুলছে তরমুজ। সবুজ পাতার মধ্যে যেদিকে চোখ গেছে, শুধু তরমুজ আর তরমুজ ঝুলতে দেখা গেছে।
কথা হয় তরমুজ চাষি খালেদ হাসান দীপুর সঙ্গে। তিনি জানান, ময়মনসিংহ থেকে সংগ্রহ করেন বীজ। এরপর সেখানে বেড তৈরি করে ওপরে বিছিয়ে দিয়েছেন মালচিং পেপার। এর ফাঁকে উৎপাদন করেছেন চারা। এরপর গফরগাঁও কৃষি বিভাগের পরামর্শে ও সার্বিক সহযোগিতায় তিনি চারা রোপণ করেন। এ পর্যন্ত জমি প্রস্তুত, সার, বীজ, মাচা, সুতা ও জাল বাবদ তার খরচ হয়েছে অন্তত তিন লাখ টাকা। তিনি আশা করছেন অন্তত ১৪ টন তরমুজ উৎপাদন হবে। যা বিক্রি হবে অন্তত ৮ লাখ টাকা। উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে সব কাজ করেছেন তিনি। এতে তার উৎপাদন খরচ বেশ সাশ্রয় হয়েছে।
এক সপ্তাহের মধ্যে পুরোদমে তিনি তরমুজ বিক্রি করা শুরু করতে পারবেন বলে জানান তিনি। বলেন, খরচ বাদ দিয়ে অন্তত ৫ লাখ টাকা লাভ হবে তার। এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিনে দ্বিগুণ জমিতে তরমুজ চাষের পরিকল্পনা রয়েছে তার।
দিপু জানান, তার দেখাদেখি এখন অনেক চাষি তরমুজ চাষ করতে আগ্রহ প্রকাশ করছেন। সে জন্য কৃষকরা তার কাছে প্রতিদিনেই পরামর্শ নিতে আসছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাকুরা নাম্মী বলেন, খালেদ হাসান দিপু প্রথমে নিজ উদ্যোগে তরমুজ চাষ করে। ফলনও হয় ভালো। তার আগ্রহ দেখে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ বছর দিপুকে ৩ বিঘা জমির ওপর তরমুজ প্রদর্শনী দেয়া হয়। তিনি ১২০ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে মাচায় তরমুজের আবাদ করেছেন। আস্থা ও সূর্যডিম জাতের এ তরমুজ গফরগাঁও উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছে। তরমুজের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় কৃষকরা তরমুজের ভালো ফলন দেখে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। তারা সামনের বছর এ জাতীয় তরমুজের আবাদ করবেন। উপজেলায় মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ কাজ করে যাচ্ছেন। কীভাবে তরমুজের আবাদ উপজেলায় বেশি করে বৃদ্ধি করা যায় এ ব্যাপারে উপজেলা কৃষি অফিস সব সময় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে ও সার্বিক সহযোগিতা করবে।
তপ্ত দুপুরে সূর্যের আলো তরমুজ ক্ষেতে পড়ে চিকচিক করছে। তরমুজের দিকে তাকাতেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ক্ষেতজুড়ে বাঁশের তৈরি মাচা। সেসব মাচায় ঝুলে আছে ‘‘আস্থা ও সূর্যডিম” জাতের তরমুজ। একটি-দুটি নয়, শত শত তরমুজ।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের খালেদ হাসান দিপুর তরমুজ ক্ষেতের দৃশ্য এখন এমনটাই। তিনি তার নিজ জমিতে কৃষি বিভাগের পরামর্শে প্রথমবার তরমুজ চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।
তরমুজ দেখতে যেমন সুন্দর তেমনি শরীরের পুষ্টি জোগাতেও সাহায্য করে। গরমের সময় প্রায় সকলেই তরমুজ খেয়ে থাকেন। এছাড়াও তরমুজ শ্বাসকষ্টজনিত সমস্যায় কার্যকর ওষুধ হিসেবে কাজ করে, কিডনি সুস্থ রাখতে সহায়তা করে, হার্ট সুস্থ রাখাসহ তরমুজের রয়েছে অনেক গুণ। এ তরমুজ চাষ করে সফল হয়েছেন খালেদ হাসান দিপু। মাচায় ঝুলছে তাঁর চাষ করা দৃষ্টি নন্দন তরমুজ। এই তরমুজ স্বাদে মিষ্টি ও সুস্বাদু।
বড়াইল গ্রামে গিয়ে দেখা যায়, সরাসরি খেত থেকে তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন কয়েকজন। একজন গাছ থেকে তরমুজ ছিঁড়ে দিচ্ছেন তাদের। খেতের মাচায় ঝুলছে তরমুজ। সবুজ পাতার মধ্যে যেদিকে চোখ গেছে, শুধু তরমুজ আর তরমুজ ঝুলতে দেখা গেছে।
কথা হয় তরমুজ চাষি খালেদ হাসান দীপুর সঙ্গে। তিনি জানান, ময়মনসিংহ থেকে সংগ্রহ করেন বীজ। এরপর সেখানে বেড তৈরি করে ওপরে বিছিয়ে দিয়েছেন মালচিং পেপার। এর ফাঁকে উৎপাদন করেছেন চারা। এরপর গফরগাঁও কৃষি বিভাগের পরামর্শে ও সার্বিক সহযোগিতায় তিনি চারা রোপণ করেন। এ পর্যন্ত জমি প্রস্তুত, সার, বীজ, মাচা, সুতা ও জাল বাবদ তার খরচ হয়েছে অন্তত তিন লাখ টাকা। তিনি আশা করছেন অন্তত ১৪ টন তরমুজ উৎপাদন হবে। যা বিক্রি হবে অন্তত ৮ লাখ টাকা। উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে সব কাজ করেছেন তিনি। এতে তার উৎপাদন খরচ বেশ সাশ্রয় হয়েছে।
এক সপ্তাহের মধ্যে পুরোদমে তিনি তরমুজ বিক্রি করা শুরু করতে পারবেন বলে জানান তিনি। বলেন, খরচ বাদ দিয়ে অন্তত ৫ লাখ টাকা লাভ হবে তার। এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিনে দ্বিগুণ জমিতে তরমুজ চাষের পরিকল্পনা রয়েছে তার।
দিপু জানান, তার দেখাদেখি এখন অনেক চাষি তরমুজ চাষ করতে আগ্রহ প্রকাশ করছেন। সে জন্য কৃষকরা তার কাছে প্রতিদিনেই পরামর্শ নিতে আসছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাকুরা নাম্মী বলেন, খালেদ হাসান দিপু প্রথমে নিজ উদ্যোগে তরমুজ চাষ করে। ফলনও হয় ভালো। তার আগ্রহ দেখে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ বছর দিপুকে ৩ বিঘা জমির ওপর তরমুজ প্রদর্শনী দেয়া হয়। তিনি ১২০ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে মাচায় তরমুজের আবাদ করেছেন। আস্থা ও সূর্যডিম জাতের এ তরমুজ গফরগাঁও উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছে। তরমুজের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় কৃষকরা তরমুজের ভালো ফলন দেখে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। তারা সামনের বছর এ জাতীয় তরমুজের আবাদ করবেন। উপজেলায় মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ কাজ করে যাচ্ছেন। কীভাবে তরমুজের আবাদ উপজেলায় বেশি করে বৃদ্ধি করা যায় এ ব্যাপারে উপজেলা কৃষি অফিস সব সময় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে ও সার্বিক সহযোগিতা করবে।
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২৩ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৯ মিনিট আগে