আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রেনে উঠতে গিয়ে দ্বিখণ্ডিত যুবকের পা

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
ট্রেনে উঠতে গিয়ে দ্বিখণ্ডিত যুবকের পা

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে ট্রেনে উঠার সময় এক যুবকের বাম পা দ্বিখণ্ডিত হয়েছে। শুত্রুবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত যুবকের নাম মাছুম বিল্লাহ (২৮)। তিনি হালুয়াঘাট উপজেলার কাউচিয়া এলাকার মো. ওয়ালী উল্লাহর ছেলে।

বিজ্ঞাপন

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচাজ এএসআই গোলাম কিবরিয়া জানান, কমিউটার ট্রেনে উঠতে গিয়ে বাম পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে গুরুতর আহত মাছুম বিল্লাহকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শারমিন আক্তার পপি বলেন, ট্রেনে কাটা পড়ে বাম পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যুবককে রেলওয়ে পুলিশ হাসপাতালে নিয়ে আসেন। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন