উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)
নেত্রকোনার মদনে বসত ঘরে আগুনকে কেন্দ্র করে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার নায়েকপুর ইউনিয়নের পাছআলমশ্রী গ্রামে আসামিপক্ষের একটি বসত ঘরে আগুন লাগে।
এ ঘটনায় পরদিন শুক্রবার মিন্টু মিয়ার স্ত্রী জিকারা আক্তার মদন থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাদের দীর্ঘদিনের বিরোধে প্রতিপক্ষ ঘরে আগুন দিয়েছে এবং এতে প্রায় ৭ লাখ ৫২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জিকারা আক্তার জানান, ‘প্রতিবেশী রুবেলদের সাথে আমাদের দীর্ঘদিনের বিরোধ। তারা আমাদের নামে মামলা করেছে, আমার ছেলে জেলে গেছে। আমরা আপোষের চেষ্টা করছিলাম, কিন্তু তা হয়নি। হুমকি দেওয়ার পর আমাদের ঘর পুড়ে যায়। কে আগুন দিয়েছে তা আমি দেখিনি।’
তবে বাদীপক্ষের অ্যাড. রুহুল আমিন রুবেল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গত বছর দেলোয়ার হোসেন বিবেক আমাদের বাড়িতে হামলা করেছিল। তারা এলাকায় উশৃঙ্খল হিসেবে পরিচিত। আমরা ন্যায়বিচারের জন্য মামলা করেছি। কিন্তু তারা মামলা থেকে বাঁচতে নিজেরাই পরিত্যক্ত ঘর পুড়িয়ে আমাদের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে।’
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এর আগে ২০২৪ সালের ১২ এপ্রিল দেলোয়ার হোসেন ও তার লোকজন রুবেলের বাড়িতে হামলা চালায় এবং এ ঘটনায় রুবেল আটজনকে আসামি করে থানায় মামলা করেন। ওই মামলায় কিছু আসামি বর্তমানে পলাতক।
এ বিষয়ে মদন ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মঞ্জু মিয়া জানান, ‘আগুনের বিষয়ে কোনো সংবাদ আমরা পাইনি। সংবাদ পেলে ঘটনাস্থলে টিম পাঠাতাম।’
মদন থানার ওসি শামসুল আলম শাহ বলেন, ‘আগুনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
নেত্রকোনার মদনে বসত ঘরে আগুনকে কেন্দ্র করে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার নায়েকপুর ইউনিয়নের পাছআলমশ্রী গ্রামে আসামিপক্ষের একটি বসত ঘরে আগুন লাগে।
এ ঘটনায় পরদিন শুক্রবার মিন্টু মিয়ার স্ত্রী জিকারা আক্তার মদন থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাদের দীর্ঘদিনের বিরোধে প্রতিপক্ষ ঘরে আগুন দিয়েছে এবং এতে প্রায় ৭ লাখ ৫২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জিকারা আক্তার জানান, ‘প্রতিবেশী রুবেলদের সাথে আমাদের দীর্ঘদিনের বিরোধ। তারা আমাদের নামে মামলা করেছে, আমার ছেলে জেলে গেছে। আমরা আপোষের চেষ্টা করছিলাম, কিন্তু তা হয়নি। হুমকি দেওয়ার পর আমাদের ঘর পুড়ে যায়। কে আগুন দিয়েছে তা আমি দেখিনি।’
তবে বাদীপক্ষের অ্যাড. রুহুল আমিন রুবেল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গত বছর দেলোয়ার হোসেন বিবেক আমাদের বাড়িতে হামলা করেছিল। তারা এলাকায় উশৃঙ্খল হিসেবে পরিচিত। আমরা ন্যায়বিচারের জন্য মামলা করেছি। কিন্তু তারা মামলা থেকে বাঁচতে নিজেরাই পরিত্যক্ত ঘর পুড়িয়ে আমাদের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে।’
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এর আগে ২০২৪ সালের ১২ এপ্রিল দেলোয়ার হোসেন ও তার লোকজন রুবেলের বাড়িতে হামলা চালায় এবং এ ঘটনায় রুবেল আটজনকে আসামি করে থানায় মামলা করেন। ওই মামলায় কিছু আসামি বর্তমানে পলাতক।
এ বিষয়ে মদন ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মঞ্জু মিয়া জানান, ‘আগুনের বিষয়ে কোনো সংবাদ আমরা পাইনি। সংবাদ পেলে ঘটনাস্থলে টিম পাঠাতাম।’
মদন থানার ওসি শামসুল আলম শাহ বলেন, ‘আগুনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে