আমার দেশ এর বিরুদ্ধে মেঘনা গ্রুপের মামলার প্রতিবাদে মাদারগঞ্জে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১৪: ৩০

দৈনিক আমার দেশ এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যানের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় মাদারগঞ্জ প্রেসক্লাবে সামনে আমার দেশ পাঠকমেলার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের মাদারগঞ্জ প্রতিনিধি মির্জা হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের মাদারগঞ্জ প্রতিনিধি জুলফিকার আলী বাবলু, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমার দেশের উপজেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম, আমার সংবাদের প্রতিনিধি ইউসুফ আলী, দৈনিক জনতার প্রতিনিধি সামিউল ইসলাম শামিম, দৈনিক সংবাদের প্রতিনিধি আনিছুর রহমান আইয়ুব, মানবজমিনের প্রতিনিধি আল্পনা জান্নাত, পল্লীকণ্ঠ প্রতিদিনের প্রতিনিধি বজলুর রহমান খান, সংবাদ সারাবেলার প্রতিনিধি হৃদয় হাসান ইকবাল, সাংস্কতিক ব্যক্তি আলেয়া হেলেন, আমার দেশের পাঠক আশিক, সাইফুল ইসলাম, সবুজ মিয়া প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত