মাদারগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৫: ১৯

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পশ্চিম তারতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওবায়দুর রহমান (২৬) নামে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওবায়দুর রহমান বালিজুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের তারতাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।

বিজ্ঞাপন

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ওবায়দুর রহমান এজাহারভুক্ত আসামি। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত