মদনে আমার দেশ পাঠক মেলার আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৭: ৩৬
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৭: ৩৯

নেত্রকোনার মদনে আমার দেশ পত্রিকার পাঠক মেলার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মদন উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা প্রতিনিধি নিজাম তালুকদারের ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়৷

বিজ্ঞাপন

সভা শেষে আমার দেশ পত্রিকার পাঠক মেলার মদন উপজেলায় ১৭ সংখ্যা বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মোহাম্মদ মাহমুদুর রহমান মীর্জাকে আহ্বায়ক, মাহমুদুর রহমান মিঠুকে যুগ্ম-আহবায়ক, রেজাউল করিম কায়েসকে সদস্য সচিব এবং শফিউল্লাহ লালনকে যুগ্ম-সদস্য সচিব করা হয়।

এর আগে ‘জুলাই বিপ্লবের নতুন বাংলাদেশ- প্রসঙ্গ স্বাধীন সাংবাদিকতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার দেশের জেলা প্রতিনিধি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে এবং বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, নেত্রকোণা জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাও. রুহুল আমিন, উপজেলা নায়েবে আমির রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার সফি।

এছাড়াও বক্তব্য রাখেন মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি লাইমুন হোসেন ভূঁইয়া, উপজেলা যুব দলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত