আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে

জামিন ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামি ফের গ্রেপ্তার

ময়মনসিংহ অফিস

জামিন ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামি ফের গ্রেপ্তার
ছবি: আমার দেশ

জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়া হত্যা মামলার তিন পলাতক আসামিকে ফের গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। র‍্যাব জানায়, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন কিংবা পুলিশকে জানানো হয়নি।

বৃহস্পতিবার ঘটনার সত্যতা প্রকাশ্যে এলে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

কারাগার থেকে মুক্তি পাওয়া তিন আসামি হলেন— ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকার বাসিন্দা আনিস মিয়া (৩২), রাশেদুল ইসলাম (২৫) ও জাকিরুল ইসলাম (২৮)। তারা সবাই একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

র‍্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, পরস্পর যোগসাজসের ভিত্তিতে তিন আসামি কারাগার থেকে পালিয়েছে— এমন ঘটনা নজরে আসে। পরে র‍্যাব-১৪-এর সিপিসি-১ ও সিপিসি-৩, টাঙ্গাইলের দুটি চৌকশ দল বুধবার রাতে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। এর আগেও হত্যাকাণ্ডের মামলায় এই তিন আসামিকে গ্রেপ্তার করেছিল র‍্যাব।

কারা কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, এটি একটি ‘ভুল মুক্তি’ ছিল। ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম বলেন, প্রডাকশন ওয়ারেন্টকে ভুলবশত জামিননামা হিসেবে বিবেচনা করায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, গাফিলতির দায়ে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পুরো ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অন্য কোনো কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বা ভিন্ন কোনো উদ্দেশ্যের সংশ্লিষ্টতা মিললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, তাৎক্ষণিকভাবে অবহিত না করায় আসামিদের দ্রুত গ্রেপ্তারে জটিলতা সৃষ্টি হয়।  সময়মতো জানানো হলে আসামিদের আটক করা আরও সহজ হতো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন