আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

চট্টগ্রামের পটিয়ায় বেপরোয়া বাসের ধাক্কায় নাজমুস সাকিব (৩৮) নামে নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার সকালে পটিয়া বাইপাসের গাজীবাড়ি গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে মো. ইকরাম (৩২) নামে নৌবাহিনীর এক নাবিক গুরুতর আহত হয়েছেন। নিহত সাকিব চট্টগ্রামের পতেঙ্গা নৌবাহিনীতে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পতেঙ্গা থেকে মোটরসাইকেলযোগে কক্সবাজারে যাচ্ছিলেন নৌবাহিনীর কর্মকর্তা সাকিব ও নাবিক ইকরাম। পটিয়া বাইপাসের গাজীবাড়ি এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীসহ দুজনই ছিটকে পড়েন। ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয় এবং ইকরামকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠান।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হারুনুর রশিদ আমার দেশকে বলেন, কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন সাকিবসহ দুজন। পটিয়া বাইপাসে পৌঁছালে বেপরোয়া বাসের ধাক্কায় সাকিবের মৃত্যু হয়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় চমেকে পাঠানো হয়েছে। বেপরোয়া বাসটি শনাক্ত করা যায়নি। সেটি শনাক্তের চেষ্টা চলছে। দুজনই চট্টগ্রামের পতেঙ্গা নৌবাহিনীতে কর্মরত বলে তিনি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন