আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘ফ্যাসিস্ট সরকারের কোনো দোসর বিএনপির সদস্য হতে পারবে না’

জেলা প্রতিনিধি, জামালপুর
‘ফ্যাসিস্ট সরকারের কোনো দোসর বিএনপির সদস্য হতে পারবে না’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেছেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের কোনো সুবিধাভোগী ও দোসররা বিএনপির সদস্য হতে পারবে না।

রোববার (১০ আগস্ট) রাতে জেলা শিল্পকলা একাডেমিতে শহর বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও

বিজ্ঞাপন

নবায়ন কর্মসুচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গত ১৬ বছর যারা ফ্যাসিস্টের সাথে থেকে বিএনপির নেতা-কমীর্দের অত্যাচার, নির্যাতন, জেল, গুম, খুন করেছে, জনগনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা বিএনপির সদস্য হতে

পারবে না।

তিনি আরো বলেন, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিএনপির সদস্যপদ দেয়ার জন্য নেতা-কমীর্দের কাজ করতে হবে। এক বছর হয়ে গেলো ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, কিন্তু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এখনো নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে পারিনি। যতদিন পর্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার নির্বাচিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের রাজপথে আন্দোলন চলবে।

জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ওই কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠানে জেলা বিএনপির সহ সভাপতি শফিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ লোটন, সফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সহ সভাপতি মমিনুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, মোস্তাফিজুর রহমান আরমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে শহর বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন