তারাকান্দায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার

উপজেলা প্রতিনিধি, তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৮: ৩১

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১নং তারাকান্দা ইউনিয়নের বকশীমূল গ্রামের আরকান আলীর বাড়ির থেকে ৭ বস্তা ভারতীয় কসমেটিকস উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

২২ আগস্ট সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।

তারাকান্দা থানার ওসি টিপু সুলতান বলেন, উদ্ধারকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে। এই ব্যবসার সাথে যারা জড়িত তাদের আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া চলমান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত