আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

রোববার দুপুরে উপজেলার নতুন বাজার খেলার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- উপজেলার আহমদপুর গ্রামের লিটন খানের ছেলে অনন্ত খান ও ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া গ্রামের আজিজুল হকের ছেলে রাসেল মিয়া।

মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মুক্তাগাছায় মোটরসাইকেলের গ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ করতেন রাসেল। মেরামতের জন্য নিজের মোটরসাইকেলটি তার গ্যারেজে আনেন অনন্ত। এ সময় অনন্তকে পেছনে বসিয়ে মোটরসাইকেলটি ট্রায়ালের জন্য রাস্তায় রেব হন রাসেল।

নতুন বাজার খেলার মাঠ এলাকায় আসতেই বিপরীত থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান অনন্ত। এ সময় রাসেলসহ আরও এক পথচারী আহত হন। পরে গুরুতর অবস্থায় রাসেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তিনিও মারা যান।

ওসি বলেন, অন্ততের লাশটি উদ্ধার করা হয়েছে। ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন