আহত হয়েও জুলাই যোদ্ধা হতে পারেননি অন্তর

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৯: ১৯
আগস্টে আহত অন্তর

ফ্যাসিস্ট বিরোধী যুদ্ধে আহত হয়েও জুলাই যোদ্ধা হতে পারেনি মো. আলী হোসেন অন্তর। তিনি নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও রত্নপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্রজনতা উপজেলার বুড়াপীর মাজার এলাকায় আওয়ামী সরকারের বিরুদ্ধে মিছিল করে। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের লোকজন তাদের উপর হামলা করলে আলী হোসেন অন্তর গুরুতর আহত হন। পুলিশ ও আওয়ামী কর্মীদের ভয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে পারেননি তিনি। নিরুপায় হয়ে উপজেলার কাইটাইল বাজারে পল্লী চিকিৎসকের নিকট চিকিৎসা নেন অন্তর।

বিজ্ঞাপন

আহতের বাবা নজরুল ইসলাম জানান, আমি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেয়া বিভিন্ন দলীয় মামলায় পলাতক ছিলাম। গত ৪ আগস্ট আমার ছেলে আওয়ামী কর্মী দ্বারা আহত হয়। তাদের ভয়ে হাসপাতালে চিকিৎসা নিতে পারেনি। পরে কাইটাইল বাজারে একজন পল্লী চিকিৎসকের নিকট চিকিৎসা নেয়। আমার ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েও জুলাই যোদ্ধা হতে পারেনি। আমার একটাই দাবি আমার ছেলেকে গেজেট ভুক্ত করে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হউক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সদস্য সচিব মাহির আকন্দ ফয়সাল জানান, ৪ আগস্ট আমি জেলে ছিলাম। পরে এসে জানতে পারি আলী হোসেন অন্তর আওয়ামী নেতাকর্মী দ্বারা বুড়াপীর মাজার এলাকায় আহত হয়েছিল। নতুন করে জুলাই যোদ্ধা তালিকা চাইলে তার জন্য আমরা সুপারিশ করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত