পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত: কায়সার কামাল

উপজেলা প্রতিনিধি, কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৪০

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘পিআরের কথা বলছেন, তারা অনেকেই জানেন না পিআর কী। সংসদীয় গণতন্ত্রের জন্মভূমি ইংল্যান্ডসহ ভারত, কানাডা, অস্ট্রেলিয়ার মতো গণতান্ত্রিক দেশেও পিআর পদ্ধতিতে নির্বাচন হয় না। অথচ জামায়াত পিআরের নামে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের এই চেষ্টা ব্যর্থ করতে হবে।’

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চানপুরে রামকৃষ্ণ আশ্রমে দুর্গাপূজার অষ্টমীর কুমারী পূজা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্রমের সভাপতি অনুপ চক্রবর্তী।

কায়সার কামাল আরো বলেন, ‘জামায়াতসহ কয়েকটি দল পিআর পদ্ধতির দাবিকে সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত বা বানচাল করতে চাইছে। গণতন্ত্রের সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম, রক্ত দিয়েছি। তাই নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা সৃষ্টি করা চলবে না। আজ দেশজুড়ে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে, সেটিকে এগিয়ে নিতে হবে।”

কুমারী পূজা প্রসঙ্গে তিনি বলেন, ‘ স্বামী বিবেকানন্দ প্রথম রামকৃষ্ণ মিশনে এই পূজা প্রচলন করেন। কুমারী পূজা হলো নারীকে মাতৃ শক্তির প্রতীক হিসেবে শ্রদ্ধা করার এক বিশেষ আচার। প্রতিটি নারীর মধ্যেই দেবী শক্তি আছে—এ বিশ্বাস থেকেই এই পূজা পালিত হয়। পূজার মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা হোক। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, এখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত