জামালপুরের সরিষাবাড়ীতে যুবদলের দুই নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল গ্রামে অজ্ঞাত দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটায়।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ লিটন মিয়া এবং ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ওয়াসিম মুন্সির বাড়িতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা হামলা করে। তারা কেরোসিন ভর্তি বোতলে আগুন ধরিয়ে তাদের বসতঘর লক্ষ্য করে নিক্ষেপ করে। এ সময় লিটনের বাড়ির বেড়া ভাঙচুর করে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে অজ্ঞাত দুষ্কৃতকারীরা এই ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রেখেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

