আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গফরগাঁওয়ে সড়কে প্রাণ গেল ২ জনের

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
গফরগাঁওয়ে সড়কে প্রাণ গেল ২ জনের

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাহিন্দ্র ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও দু’জন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া কাজী পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় হাটুরিয়া এলাকার মনজু মিয়া (৪০) এবং যশরা এলাকার আলাল উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত দুই যাত্রীকে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।

বিজ্ঞাপন

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন আক্তার জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছিল। গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

আলেম-ওলামাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়া হবে

এলাকার খবর
খুঁজুন