গফরগাঁওয়ে সড়কে প্রাণ গেল ২ জনের

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৯: ৩৮

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাহিন্দ্র ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও দু’জন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া কাজী পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় হাটুরিয়া এলাকার মনজু মিয়া (৪০) এবং যশরা এলাকার আলাল উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত দুই যাত্রীকে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।

বিজ্ঞাপন

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন আক্তার জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছিল। গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত