আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ত্রিশালে আলোচিত মাদক কারবারি মিনাসহ আটক ৩

উপজেলা প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)

ত্রিশালে আলোচিত মাদক কারবারি মিনাসহ আটক ৩

ময়মনসিংহের ত্রিশালে আলোচিত মাদক কারবারি মিনাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়াও পৃথক অভিযানে ইয়াবা এবং নগদ টাকাসহ রোকেয়া ও হাসিব নামের দু’মাদক কারবারিকে আটক করা হয়।

ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল পেরৗসভার ৮ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে মাদক ব্যবসায়ী রোকেয়া ও তার ছেলে হাসিবুর রহমানকে মাদক কারবারের সময় হাতেনাতে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২৩টি ইয়াবা, ৫০ হাজার নগদ টাকা ও পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়। অপর এক অভিযানে শনিবার সকাল সারে ৯ টার দিকে গাজীপুর থেকে মাদক নিয়ে আসার সময় ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকা থেকে আলোচিত মাদক সম্রাজ্ঞী মিনাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে এক কেজি গাঁজা ভর্তি একটি প্যাকেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আলোচিত মিনা দীর্ঘদিন যাবত ত্রিশাল পেরৗ শহরের ৫ নন্বর ওয়ার্ডে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। ইতোপূর্বে পুলিশ তাকে একাধিকবার গ্রেপ্তার করে করলেও জামিনে এসে আবারও মাদকব্যবসা শুরু করে।

বুধবার স্থানীয় এলাকাবাসী মাদক ব্যবসায়ী মিনা ও তার ভাই মুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে।

ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ত্রিশাল থানা পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী মিনা ও মাদক ব্যবসায়ী রোকেয়া ও তার ছেলে হাসিবকে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ আটক করা হয়।

তাদেরকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো করা হবে বলে জানান মুনসুর আহমেদ।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...