আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ-খেলাফতের বাংলাদেশ। আধুনিকযুগের রাষ্ট্র ব্যবস্থা দিতে পারবে একমাত্র ইসলাম।

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাত ১১টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পুরানবাজার তাফসির কমিটির উদ্যোগে ৭ দিন ব্যাপী ৮১তম মহাসম্মেলনের ৫ম দিনের শেষ অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

কোরআন-হাদিসের ব্যাখ্যা দিয়ে মামুনুল হক বলেন, হে সংখ্যালঘু ভাইয়েরা আপনাদেরকে যারা আতংক গ্রস্থ করে ইসলাম খায়েম করে অমুসলিমরা থাকতে পারবে না, এর জালিয়াতিপূর্র্ণ মিথ্যাচার আর কিছুই হতে পারে না।

তিনি বলেন- আমি দায়িত্ব নিয়ে বলছি আল্লাহপাক যদি এই রাষ্ট্রে ইসলামকে বিজয়ী করেন কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় খোদার খসম, বিগত ৫৪ বছর পর্যন্ত সংখ্যালঘু যারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে জুলুম করেছে প্রত্যেকটি নির্যাতনের বিচার করা হবে।

তিনি বলেন- ইসলাম কেবই মুসলমানদের তরে আসেনি দুনিয়াতে ইসলাম যেমন মুসলমানদের জানমালের ইজ্জত এবং নিরাপত্তা দেয় ঠিক ইসলাম সকল ধর্মাবল্মীদের জানমাল ইজ্জত নিরাপত্তা নিশ্চিত করে ইসলাম।

মজলিস আমির বলেন, আল্লাহর খসম খেয়ে বলি, আজ বাংলাদেশের প্রতিটা প্রান্তরে প্রান্তরে আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি, সূর্য উদয়ের আগে যেরকম সুবহে সাদেক হয় পূর্বের আকাশ আলোকিত হয়ে যায়, ঠিক তেমনি বাংলার পূর্ব দিগন্তে আজ ইসলাম খামেয় হওয়ার সুবহে সাদেকেই দেখা যাচ্ছে।

মাওলানা পবিত্র কুরআন মহাসম্মেলনে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, হবিগঞ্জ ইসলামি সংগ্রাম পরিষদের সভাপতি আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন