আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেলান্দহে শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)
মেলান্দহে শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ
মশারি বিতরণ

মশাবাহিত রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে জামালপুরের মেলান্দহে শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকেলে উপজেলার মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ঢাকাস্থ জামালপুর উলামা পরিষদের অর্থায়নে মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এহসানুল হক মন্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেলান্দহ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম রেজা, উমির উদ্দিন পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন তালুকদার, জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের উল্লাহ। এছাড়াও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা শাহজামাল, সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহানসহ ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে বিদ্যালয়ের চার ’শ শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন