আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

নেত্রকোনার পূর্বধলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নূরুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আমিনুল হক লিমন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল হক, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান প্রমুখ।

ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মাওলানা সিরাজুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষাকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

আলোচনা শেষে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন